সম্প্রতি ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্তে নামে দেশটির তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্ত করতে গিয়ে তিন কর্মকর্তাকে শুক্রবার(৭জুলাই) গ্রেপ্তার করেছে সংস্থাটি। গ্রেপ্তারকৃত তিন কর্মকর্তা হলেন অরুণ কুমার মোহান্ত, মহম্মদ আমির খান এবং পাপ্পু কুমার। দেশটির সর্বভারতীয় একটি গণমাধ্যমে এমন তথ্যই প্রকাশ পেয়েছে।
সিবিআই সূত্রের বরাতে জানা যায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগেই এই তিন জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে সংস্থাটি। এমনকি একই সূত্র জানিয়েছে তিন রেল কর্মকর্তাই জানতেন তাদের কার্যকলাপ বহু ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।
গত ২ জুন আপ করমণ্ডল এক্সপ্রেস, ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ি ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছাকাছি স্থানে আসলে রেলের দুর্ঘটনাটি ঘটে । তীব্র গতিতে চলতে চলতে হঠাৎ লুপ লাইনে ঢুকে গিয়ে মালগাড়িকে ধাক্কা মেরে উলটে গিয়েছিল করমণ্ডল এক্সপ্রেস। করমণ্ডলের ইঞ্জিনটি উঠে গিয়েছিল মালগাড়ির একটি বগির উপরে। এই ঘটনায় ২৮৮ জনের প্রাণহানি পাশাপাশি আহত হয়েছিলেন হাজারেরও বেশি মানুষ।
সিগন্যালের ত্রুটিতেই এমন দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে ধারণা করেছিল সংস্থাটি । দেশটির রেলমন্ত্রী নিজে সিবিআই এর মাধ্যমে তদন্তের সুপারিশ করেন। সংশ্লিষ্টদের ধারণা, কোনও ব্যক্তির সংশ্লিষ্টতা ছাড়া কেবল প্রযুক্তিগত ত্রুটিতে এত বড় দুর্ঘটনা হওয়া সম্ভব নয়।