• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

আইভরি কোস্টে ভারী বৃষ্টি-ভূমিধসে নিহত ১০

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৮ জুলাই, ২০২৩
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে প্রবল বর্ষণ ও ভূমিধসে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল শুক্রবার (০৭ জুলাই) পর্যন্ত গণনা করা এ সংখ্যা ছিল আংশিক।

সামরিক বাহিনীর অগ্নিনির্বাপক ব্রিগেড জিএসপিএম জানায়, দেশটির বৃহত্তম নগরী এবং বাণিজ্যিক কেন্দ্র আবিদজানের দুই জেলা থেকে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ইয়োপোগনে ৯ জন এবং কোকোডি-আংরে জেলায় একজন মারা যায়।

জিএসপিএম ক্যাপ্টেন ও অপারেশন উপ-প্রধান অ্যানিসেট বাহ বলেন, শিল্পাঞ্চল ইয়োপোগনে বৃহস্পতিবার ভোর তিনটার দিকে প্রথম ভূমিধস হয়। এতে চারজন নিহত ও একজন আহত হয়। একই এলাকায় দ্বিতীয় ভূমিধসে সাতজন আহত এবং এক শিশুসহ আরো চারজন নিহত হয়।

তিনি আরও জানান, অ্যাটেকুবে-মোসিকরোতে ধসে পড়া মাটির নিচ থেকে আরেকটি লাশ উদ্ধার করা হয়। নগরীর কেন্দ্রের কাছের কোকোডিতে এক ব্যক্তি বন্যার পানিতে ভেসে যায়। পরে স্থানীয় বাসিন্দারা মরদেহটি খুঁজে পায়।

আইভরি কোস্টে প্রতি বছর জুন ও জুলাই মাসে ভারি বৃষ্টিপাত হতে দেখা যায়। গত জুনের মাঝামাঝি ইয়োপোগনে ভূমিধসে একই পরিবারের পাঁচ সদস্য মারা যায়। সরকার গত মাসে জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে আবহাওয়াজনিত ঘটনায় ১৫ জন শিশুর মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ