• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

সালমানের মুখের ভাষা জঘন্য, বলছেন অভিনেত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৮ জুলাই, ২০২৩
ফাইল ছবি

জাদ হাদিদের সঙ্গে প্রকাশ্যে চুমু খাওয়ার জেরে বহিষ্কৃত হন আকাঙ্ক্ষা পুরি। এর আগে রিয়েলিটি শো ‘বিগ বস: ওটিটি সিজন ২’-এর ঘর থেকে বাদ পড়েছেন এই অভিনেত্রী। এবার বলিউড অভিনেতা সালমান খানের মুখের ভাষা নিয়ে মুখ খুলেছেন তিনি।

বিগ বসের ঘরে দ্বিচারিতা করেন সালমান! টার্গেট করে নেন একজন প্রতিযোগীকে, এমনই অভিযোগ এনেছেন আকাঙ্ক্ষা। সালমানের কারণে মানসিক অবসাদেও ভুগছেন বলে অভিযোগ তার।

অভিনেত্রী বলেন, আমার মনে আছে, সালমান কীভাবে আমার সঙ্গে আচরণ করছিলেন। আমায় ‘ভুয়া’ বলে সম্বোধন করেন তিনি। তার গলায় যা তীক্ষ্ণতা ছিল, ভয়ঙ্কর! আমি তাকে আগে এভাবে কথা বলতে শুনিনি।

প্রকাশ্য মঞ্চে এভাবে কেউ কথা বলতে পারেন না। আকাঙ্ক্ষার কথায়, উনি যেভাবে আমাকে কটাক্ষ করতে শুরু করলেন। আমার নাকি কুমিরের চোখের জল। তিন দিন জেলে ছিলাম, আমি যেন ভয়ঙ্কর অন্যায় করেছিলাম।’ সালমানের আচরণে, রীতিমতো রেগে আগুন অভিনেত্রী।

এবারের শুরুর দিন থেকেই ‘বিগ বস’ নিয়ে উত্তেজনা। পুনিত কুমার বাইরে আসতেই তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ক্রমাগত মেজাজ হারাচ্ছেন সালমান খান। যদিও আকাঙ্ক্ষার অভিযোগের কোনো জবাব দেননি বলিউড ভাইজান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ