• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন

ইরানে পুলিশ স্টেশনে হামলা, নিহত ৬

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৮ জুলাই, ২০২৩
ইরানে পুলিশ স্টেশনে হামলা, নিহত ৬সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী

জাহেদানে চালানো উগ্রবাদী হামলায় ছয়জন নিহত হয়েছেন

ইরানে এক পুলিশ স্টেশনে চালানো উগ্রবাদী হামলায় ছয়জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘শনিবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের এক পুলিশ স্টেশনে বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলাকারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা এবং চার হামলাকারী নিহত হয়েছেন।’

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে ওই হামলার ঘটনা ঘটেছে। গত বছর নৈতিকতা পুলিশের হেফাজতে এক কুর্দি নারীর মৃত্যুর কারণে দেশব্যাপী অস্থিরতার পর এ আত্মঘাতী হামলা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সেখানে সামরিক অভিযানে “চারজন উগ্রবাদী” এবং দুই পুলিশ সদস্য মারা গেছেন। পুলিশের একজন মুখপাত্র বলেছেন, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিন হামলাকারী মারা গেছেন।

বার্তা সংস্থা ‘ইরানপ্রেস’ জানিয়েছে, আজ ভোরে জাহেদানের একটি থানায় একযোগে হামলা চালায় চার অস্ত্রধারী উগ্রবাদী। তারা থানার ভেতরে ঢোকার চেষ্টা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা আক্রমণ চালায়। এতে চার অস্ত্রধারী উগ্রবাদীর সবাই প্রাণ হারায়।

থানার প্রবেশপথে উগ্রবাদীদের ঠেকানো সম্ভব না হলে আরও প্রাণহানি ঘটত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান ইরানের অন্যতম দরিদ্র প্রদেশ এবং মাদক পাচারের প্রধান পথ।

মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, সেখানে প্রায় ২০ লাখ মানুষ বাস করে। তারা কয়েক দশক ধরে বৈষম্য ও নিপীড়নের সম্মুখীন হচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ