যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি বিমানবন্দরের কাছে প্রাইভেট জেট বিধ্বস্ত হয়েছে। একটি মাঠে বিধ্বস্তের পর বিমানটিতে আগুন ধরে যায় এবং সম্পূর্ণ পুড়ে যায়। এই ঘটনায় বিমানে থাকা ৬ জনই নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় ও ফেডারেল কর্তৃপক্ষ।
রয়টার্সের খবরে বলা হয়েছে, সেসনা সি৫৫০ বিমানটি একটি ব্যক্তিগত ব্যবসায়িক বিমান। এটি লাস ভেগাস থেকে রওনা দিয়েছিল। ওড়ার সময় লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৮৫ মাইল (১৩৭ কিলোমিটার) দক্ষিণে রিভারসাইড কাউন্টির ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দরের কাছে স্থানীয় সময় শনিবার ভোর সোয়া চারটার দিকে বিধ্বস্ত হয়।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের এভিয়েশন তদন্তকারী এলিয়ট সিম্পসন এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, যেসব যাত্রী ও পাইলট মারা গেছেন তারা সবাই প্রাপ্তবয়স্ক।
ব্যক্তিগত মালিকানাধীন বিমানটি ছোট বিমানবন্দরের রানওয়ে থেকে ৩০০ ফুট দূরে বিধ্বস্ত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র কয়েকদিন আগে ৪ জুলাই একই বিমানবন্দরের কাছে চার যাত্রী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এতে প্রাপ্তবয়স্ক পাইলট নিহত হন এবং তিনজন কিশোর আহত হয়।
সিম্পসন বলেন, শনিবারের বিমানটি বিধ্বস্ত হওয়ার পর লেজ ছাড়া বাকি সব আগুনে পুড়ে গেছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ক্র্যাশের তদন্ত চালিয়ে যাবে। আগামী দুই সপ্তাহের মধ্যে আরও তথ্য জানা যাবে।