• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

এবার চীন সফরে যাচ্ছেন কেরি

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৯ জুলাই, ২০২৩
জন কেরি। ছবি: সংগৃহীত

সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও মার্কিন দূত জন কেরি জলবায়ু বিষয়ক আলোচনা পুনরায় শুরু করতে শিগগিরই চীন সফরে যাচ্ছেন। একজন মার্কিন কর্মকর্তা গতকাল শুক্রবার (০৭ জুলাই) এ কথা জানিয়েছেন। তীব্র দ্বন্দ্বমুখর সম্পর্কে জড়ানো যুক্তরাষ্ট্র ও চীন সম্প্রতি তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে বাড়ানোর প্রেক্ষাপটে কেরির সফরটি অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা কেরির আসন্ন সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক পররাষ্ট্র মন্ত্রীকে জলবায়ু বিষয়ক দায়িত্ব দেয়ার পর তিনি তৃতীয়বারের মতো চীন যাচ্ছেন।

নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে কেরি বলেছেন, তার চীন সফরটি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এ সময়ে তিনি চীনের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পাওয়ার চেষ্টা করবেন।

তিনি আরও বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুটি দেশ। এছাড়া দুটি দেশ বৃহত্তম কার্বন নিঃসরণকারীও। তাই একটি অভিন্ন পরিস্থিতি তৈরিতে আমাদের বিশেষ দায়িত্ব রয়েছে।

উল্লেখ্য, গত মাসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের পর চীন সফরে যাচ্ছেন কেরি। এছাড়াও সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বেইজিং সফরে রয়েছেন।

আরো পড়ুন   মার্কিন প্রতিনিধিদলের সফর নির্বাচনকেন্দ্রিক নয় : পররাষ্ট্র-সচিব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ