পাকিস্তানের লাহোরের কাহনা শহরের হালোকি এলাকায় লাখ লাখ টাকার মাদক বহনকারী একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার রসুলপুরা নামের ওই গ্রামে একটি ড্রোন বিকল হয়ে মাটিতে এসে পড়ে। পরে গ্রামবাসী এটির চারপাশে ভিড় জমায়।
ডনের খবরে বলা হয়েছে, স্বাভাবিকের চেয়ে আকারে একটু বড় ওই ড্রোনটির মধ্যে অন্তত ৬ কেজি হেরোইন ছিল। স্থানীয় রোজদার নামে এক ব্যক্তির কৃষিজমিতে এসে এটি পড়ে।
স্থানীয় গ্রাম পুলিশের কর্মকর্তা আব্দুল ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ওই ড্রোন এবং হেরোইন উদ্ধার করে থানায় নিয়ে গেছে। তারা বিষয়টি মাদকবিরোধী ফোর্সের কাছে পরবর্তী তদন্তের জন্য হস্তান্তর করবে। ড্রোনটি কোন জায়গা থেকে উড়েছিল এবং এর গন্তব্য কোথায় ছিল তা খুঁজে বের করা হবে।
পুলিশের কর্মকর্তা আব্দুল ওয়াহিদ জানান, পুলিশ ড্রোন এবং মাদক জব্দ করেছে, যার মূল্য কয়েক লাখ টাকা।