ফিলিস্তিনের জেনিনে ইসরায়েল অপমানজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে। রোববার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ মন্তব্য করেছেন। তিনি বলেন, ইসরায়েলি সরকারের সমর্থকদের জন্য আরও বড় পরাজয় অপেক্ষা করছে।
জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের দু’দিনব্যাপী অভিযানের সময় ইস্পাতদৃঢ় প্রতিরোধ গড়ে তোলায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ভুয়সী প্রশংসা করেছে ইরান। তেহরান বলেছে, এই যুদ্ধে দখলদার শক্তি একটি অপমানজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে বলেন, জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা যে ধ্বংসযজ্ঞ রেখে এসেছে তা এই অবৈধ সরকারের সমর্থকদের জন্য লজ্জাজনক নৈতিক পরাজয় বয়ে এনেছে।
কানয়ানির টুইটার বার্তায় বলা হয়েছে, “জেনিন শরণার্থী শিবিরে সাম্প্রতিক পাশবিক হামলায় একটি নয়া ঐতিহাসিক পরাজয়ের সম্মুখীন হয়েছে ইসরায়েল সরকারের যুদ্ধ মেশিন। এর পাশাপাশি এই সরকারের সমর্থকদের জন্য আরও বড় পরাজয় অপেক্ষা করছে।”
তার টুইটার বার্তায় আরও বলা হয়েছে, জেনিন শিবিরে যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ রেখে আসা হয়েছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ। তিনি এই ধ্বংসযজ্ঞ বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এর ফলে ইসরায়েলের সমর্থক মানবাধিকারের কথিত ধারক বাহকরা আরও বেশি অপমানিত হবে।
সম্প্রতি ইসরায়েলি সেনারা জেনিন শরণার্থী শিবিরে হানা দিয়ে ১২ ফিলিস্তিনিকে হত্যা করে। ওই সময় ১০০ জনের বেশি ফিলিস্তিনি আহত হন। হামলার সময় এক ইসরায়েলি সেনা নিহত হলে ৪৪ ঘণ্টার অভিযান বন্ধ করে তেল আবিব।