পাকিস্তানে আসন্ন অক্টোবরের সাধারণ নির্বাচন যাতে যথাসময়ে অনুষ্ঠিত হয় সেজন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে সহায়তা চেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। আজ রবিবার (০৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের অর্থনৈতিক স্থবিরতা কাটাতে দেশটিকে তিন বিলিয়ন ডলারের প্যাকেজ দিতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে আইএমএফ। তবে এজন্য ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর গ্যারান্টি চেয়েছিল সংস্থাটি।
গত শুক্রবার লাহোরে আইএমএফের একটি প্রতিনিধি দল ইমরান খানের সঙ্গে দেখা করে। এ সময় তারা সম্প্রতি ঘোষিত তিন বিলিয়ন ডলারের প্যাকেজ প্রোগ্রামের মূল লক্ষ্য এবং নীতিগুলোর জন্য আশ্বাস এবং সমর্থন চেয়েছিল।
সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, বৈঠকে আগামী অক্টোবরের সাধারণ নির্বাচন যাতে যথাসময়ে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করতে আইএমএফের কাছে সহায়তা চেয়েছেন ইমরান খান। প্রতিনিধি দলের উদ্দেশ্যে পিটিআই প্রধান বলেন, ‘আপনি (আইএমএফ) কি গ্যারান্টি দিতে পারেন যে দেশে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে?’
আইএমএফের প্রতিনিধি দল জানায়, সংস্থাটি পাকিস্তানের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। কিন্তু তারা চাইলেই অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে না। তবে আইএমএফ প্রতিনিধিদলের মতে, স্বল্পমেয়াদী প্যাকেজটি এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর যথাসময়ে হয়।