• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

মার্কিন গোয়েন্দা বিমান ভূপাতিত করার হুমকি উত্তর কোরিয়ার

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ জুলাই, ২০২৩
প্রতীকী ছবি

এবার মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানগুলো ভূপাতিত করার হুমকি দিল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন গোয়েন্দা বিমানগুলো যদি দেশটির আকাশসীমা লঙ্ঘন করে তাহলে সেগুলো গুলি করে ফেলে দেওয়া হবে।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্র সোমবার সকালে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে।

দেশটির কর্মকর্তারা সম্প্রতি দাবি করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা বিমান উত্তর কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে দেশটির আকাশে ঢুকে পড়েছিল।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “বিশেষভাবে পূর্ব সাগরের দিক দিয়ে মার্কিন বিমান বাহিনীর কৌশলগত গোয়েন্দা বিমানগুলো বহুবার উত্তর কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে।”

তিনি সতর্ক করে দিয়ে বলেন, “পূর্ব সাগরের আকাশে কোনও মার্কিন গোয়েন্দা বিমানকে গুলি করে ফেলে দেওয়া হবে না- এমন গ্যারান্টি দেওয়া সম্ভব হচ্ছে না।”

ওই মুখপাত্র অতীতের এমন কিছু ঘটনাও স্মরণ করিয়ে দিয়েছেন যেখানে উত্তর কোরিয়া তার আকাশসীমার কাছে মার্কিন গোয়েন্দা বিমান ভূপাতিত করেছে কিংবা ঠেকিয়ে দিয়েছে। উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে বহুবার এই অভিযোগ করেছে যে, মার্কিন গোয়েন্দা বিমানগুলো কোরীয় উপত্যকার কাছে টহল দিচ্ছে।

সূত্র: এনকে নিউজ, রয়টার্স, ব্লুমবার্গ, ফ্রান্স২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ