দক্ষিণ চীনের একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
সোমবার (১০ জুলাই) গুয়াংডং প্রদেশের লিয়ানজিয়াংয়ে এ হামলার ঘটনা ঘটে। নগর সরকারের একজন মুখপাত্র এসব তথ্য জানিয়েছেন।
তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, নিহতদের মধ্যে একজন শিক্ষক, দুইজন অভিভাবক এবং তিনজন ছাত্র রয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক করা ওই ব্যক্তির নাম উ। তারা বয়স ২৫।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাটি সকাল সাড়ে ৭টার পর হয়েছিল। ঘটনার ২০ মিনিটের মধ্যে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়েছিল।
পুলিশ এটিকে ‘ইচ্ছাকৃত হামলা’ বলে উল্লেখ করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের স্কুলগুলোতে এমন বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।
২০২২ সালের আগস্টে দক্ষিণ জিয়াংসি প্রদেশে একটি নার্সারি স্কুল হামলার পর তিনজন নিহত হয়েছিল। ঘটনাটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে বেশ আলোচনা সৃষ্টি করেছিল।