• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

‘যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক ‘আরো নিশ্চিত অবস্থানে’ : যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ জুলাই, ২০২৩
- ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেন, চীনের কর্মকর্তাদের সাথে গত কয়েক দিনে ১০ ঘণ্টার বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে। ‘আরো নিশ্চিত অবস্থান’ নিয়ে দুই বিশ্বশক্তির মধ্যে সুসম্পর্ক নিয়ে তিনি চীন ত্যাগ করেছেন।

চীনের বেজিংয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসে ইয়েলেন বলেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনের নানা বিষয়ে উল্লেখযোগ্য মতপার্থক্য রয়েছে।’

তিনি ‘অন্যায্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ’ এবং যুক্তরাষ্ট্রের ব্যবসার বিরুদ্ধে চীন থেকে চলা কূটনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন।

এরই সাথে ইয়েলেন যোগ করেন, তিনি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন যে তাদের দু’দেশের বিকাশের জন্য এই বিশ্ব যথেষ্ঠ বড়। যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের দুই সর্ববৃহৎ অর্থনীতি।

জাতীয় নিরাপত্তাগত সমস্যা ও বাণিজ্য নিয়ে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতির ব্যাপারে শীর্ষ কর্মকর্তারা গত কয়েক সপ্তাহে সাক্ষাৎ করেছেন। স্বাভাবিক যোগসূত্র ফিরিয়ে আনার চেষ্টা করতেই এ সাক্ষাৎ। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত মাসে বেজিং গিয়েছিলেন। বাইডেনের প্রেসিডেন্সির সময় এটাই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ কূটনৈতিক সফর। জলবায়ুগত দূত জন কেরি চলতি মাসের শেষের দিকে সফর করবেন বলে আশা করা হচ্ছে।

এক সিনিয়র ট্রেজারি কর্মকর্তা বলেন, ইয়েলেনের সফরের ফলে নির্দিষ্ট কোনো নীতি উঠে আসেনি। কিন্তু ‘পুনরায় যোগাযোগস্থাপন’ ও সম্পর্ক নির্মাণের জন্য এটা ‘ভীষনভাবে সফল’।

সফরে ইয়েলেন চীনের ভাইস প্রিমিয়ার হে লাইফেংয়ের সাথে শনিবার পাঁচ ঘণ্টা ধরে বৈঠক করেন। রাজস্ব দফতর ওই বৈঠককে ‘আন্তরিক, গঠনমূলক ও সার্বিক’ বলে অভিহিত করেছে। চীনের সরকারি গণমাধ্যমে একে ‘গভীর, আন্তরিক ও বাস্তবোচিত’ বলে আখ্যা দিয়েছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ