ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বন্ধুপ্রতীম দেশগুলোর সাথে সম্পর্ক শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে আফ্রিকার তিন দেশ সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আগামীকাল (মঙ্গলবার) তিনি কেনিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ের উদ্দেশে তেহরান ত্যাগ করবেন বলে জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা।
আফ্রিকার তিন দেশের সাথে ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করা হবে প্রেসিডেন্ট রায়িসির আসন্ন সফরের মূল উদ্দেশ্য।
ইরানের প্রেসিডেন্ট তার তিন দিনের এ সফরে কেনিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ের প্রেসিডেন্টদের সাথে সাক্ষাতের পাশাপাশি বেশ কয়েকটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন এবং যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন।
প্রেসিডেন্ট রায়িসি এসব দেশের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে আফ্রিকার দেশগুলোর শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথেও বৈঠক করবেন।
ইরনা আরো জানিয়েছে, ইরানের কোনো প্রেসিডেন্ট ১১ বছর পর এই প্রথম আফ্রিকার দেশগুলো সফরে যাচ্ছেন।
সূত্র : পার্সটুডে