• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:

রংপুর মহানগরীতে মিললো এডিস মশার লার্ভা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১০ জুলাই, ২০২৩

রংপুরে দুটি স্থানে এডিশ মশার লার্ভা পাওয়া গেছে। সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় তা নিশ্চিত হয়। তবে তাতে ডেঙ্গুর আলামত আছে কিনা তা পরীক্ষার পর নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার (১০ জুলাই) দুপুর থেকে রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে ডেঙ্গু বিষয়ে সচেতনতা ও মশক নিধন ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে সিটি করপোরেশন। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। সাথে ছিলেন করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশিদসহ মেট্রোপলিটন পুলিশ অন্যান্যরা।

রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ জানান, ভ্রাম্যমান আদালত নগরীর কেরানীপাড়ায় একটি নির্মানাধীন ভবনের আন্ডারগ্রাউন্ডে আবদ্ধ পানি এবং আরকে রোডের নিটল টাটা অফিসের ওয়ার্কশপে গাড়ির টায়ার ও খাবার প্যাকেটে থাকা পানির ভেতরে এডিশ মশার লার্ভা পাওয়া যায়। তবে তাতে ডেঙ্গুর উপাদান আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, ডেঙ্গুর বিষয়ে নগরবাসীকে আগাম সচেতনতা করতেই এই অভিযান। প্রথম দিনে জরিমানা না করে সতর্ক করা হয়েছে। বাসাবাড়িতে অফিস প্রতিষ্ঠান সবখানে আবদ্ধ পানি যাতে না থাকে সেজন্য সতর্ক করা হয়েছে। অভিযান প্রতিদিন চলবে। আগামীতে যাদের অবস্থানে আবদ্ধ পানি এবং এডিশ মশার লার্ভা পাওয়া যাবে, তাদেরকে মোটা অঙ্কের জরিমানা করা হবে। কারণ আমরা নগরবাসীকে সকল ধরনের মশকবাহিত রোগ থেকে মুক্ত রাখতে চাই।

নগরবাসীকে আবদ্ধ পানি না রাখার আহ্বান জানিয়ে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে সবাইকে একসাথে কাজ করতে হবে।

রংপুর মেডিক্যাল কলেজের ২৯ নম্বর ওয়ার্ড ইনচার্জ নোমান জানিয়েছেন, একজন ডেঙ্গু রোগি ভর্তি আছে সেখানে। গত সপ্তাহে আটজন ছিল। এরমধ্যে একজন মারা গেছে। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ