জুনের মাঝামাঝি উত্তর কোরিয়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর বুধবার ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মাধ্যমে ২০২৩ সালে এখন পর্যন্ত প্রায় ১২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো কিম জং উন প্রশাসন।
স্পুত্নিক নিউজের খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়া বুধবার ভোরে জাপান সাগরের দিকে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়া এবং জাপান উভয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
জাপানি কর্মকর্তারা এক বার্তায় বলেছেন, ‘উত্তর কোরিয়া থেকে একটি সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।’
জাপান এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা সামরিক বিশ্লেষণ অব্যাহত রেখেছেন। এই কারণে এখনই বিশদভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
গত দুই দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিমান আকাশ সীমা লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। এ বিষয়ে হুঁশিয়ারি দিয়ে কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন যে, এমনটি বারবার ঘটলে গুলি করে মার্কিন বিমান নামানো হবে।
তবে পেন্টাগন এর আগে আকাশসীমা লঙ্ঘনের জন্য পিয়ংইয়ংয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছিল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী আন্তর্জাতিক আইন মেনে চলেছে।
পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ‘এই অভিযোগগুলো শুধুই অভিযোগ।’
কিম ইয়ো জং সোমবার মার্কিন বিমান বাহিনীকে উত্তরের ‘অর্থনৈতিক পানি অঞ্চলে’ অনুপ্রবেশের জন্য অভিযুক্ত করেন।