• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন

কারাগারে প্রেম

প্যারোলে বেরিয়ে বিয়ে করলেন দুই কয়েদি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
ছবি: সংগৃহীত

কারাগারের ভেতর পরিচয়, এরপর বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে ধীরে ধীরে গভীর প্রেম। অবশেষে সেই প্রেমের সার্থক পরিণতি ঘটলো বিয়ের মাধ্যমে। গল্প নয়, বাস্তবেই এমন ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কেন্দ্রীয় সংশোধনাগারে। ধর্ষণ মামলায় বন্দি আব্দুল হাসিম ও হত্যা মামলার আসামি শাহানার খাতুনের চার হাত এক হয়েছে গত বুধবার (১২ জুলাই)।

জানা যায়, পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য আসামের দোরাং জেলার রঙ্গনগারোপাথার গ্ৰামের বাসিন্দা আব্দুল হাসিম। আর শাহানারা খাতুনের বাড়ি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর থানার উচকারন-বালিগড়ি এলাকায়।

আব্দুল হাসিম ধর্ষণ মামলায় আট বছর ও শাহানার খাতুন হত্যা মামলায় ছয় বছর ধরে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি। বছর তিনেক আগে দু’জনের পরিচয় হয়। ধীরে ধীরে পরিচয় গড়ায় প্রণয়ে।

হাসিম ও শাহানারা জানান, তারা বিয়ে করতে চান জেনে দুই পরিবারের কেউই আপত্তি করেনি। বরং শাহনারার বাবা আব্দুস সাত্তার নিজে কারাবন্দি মেয়ের ইচ্ছার কথা একটি মানবাধিকার সংগঠনকে জানান। এরপর গত ১৬ জুন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির দ্বারস্থ হন তারা। তিনি আবেদন মঞ্জুর করতেই শুরু হয় বিয়ের প্রস্তুতি।

jagonews24

অবশেষে গত বুধবার প্যারোলে মুক্তি পেয়ে মন্তেশ্বরের কুসুমগ্রামে আইনিভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হন হাসিম-শাহানারা। স্বামী-স্ত্রীর পরিচয় পেয়ে দু’জনেই যারপরনাই খুশি। তবে মুক্তি না পাওয়া পর্যন্ত জেলেই কাটবে তাদের বিবাহিত জীবন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ