ইরানি অবরোধ থেকে জাহাজ রক্ষার জন্য কৌশলগত হরমুজ প্রণালীর আশপাশে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের এক সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা এ ঘোষণা প্রকাশ করে আরো বলেন, মধ্যপ্রাচ্যে ইরান, রাশিয়া ও সিরিয়ার মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন।
পেন্টাগনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে টহল দিতে থাাক এ-১০ অ্যাটাক্ট এয়ারক্রাফটের শক্তি বাড়ানোর জন্য চলতি সপ্তাহেই উপসাগরীয় অঞ্চলে এফ-১৬ যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ইরান দুটি তেল ট্যাঙ্কার জব্দ করার চেষ্টার প্রেক্ষাপটে এই উদ্যোগ গ্রহণ করা হলো।
তিনি বলেন, এফ-১৬ বিমান জাহাজগুলোকে আরো বিমান সুরক্ষা দেবে এবং তারা নিরাপদে চলাচল করতে পারবে।
ওই কর্মকর্তা আরো বলেন, সিরিয়ার আকাশে ক্রমবর্ধমান রুশ আগ্রাসনের জবাবে যুক্তরাষ্ট্র আরো কিছু সামরিক বিকল্প ভাবছে।
ওই কর্মকর্তা আরো বলেন, সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রকে হটিয়ে দেয়ার লক্ষ্যে দামেস্ক ও তেহরান ক্রমবর্ধমান হারে মস্কোর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করছে।
তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছে ইরান। আর ইরান সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র বিদায় নেয়া নিশ্চিত করতে রাশিয়ার সাহায্য চাচ্ছে। ইরান মনে করে যে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র সরে গেলে তার পক্ষে লেবাননের হিজবুল্লাহকে সামরিক সহায়তা করার সুযোগ বাড়বে।
সূত্র : আরব নিউজ