ভারত সফরের সময় সম্প্রীতির বার্তা দিতে মন্দির পরিদর্শনে গেলেন মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব ও ২০২২ সালের হজের খুতবা পাঠকারী ইমাম মোহাম্মদ বিন আবদুল করিম আল-ইসা।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, শান্তি প্রচারের জন্য তিনি নয়াদিল্লির অক্ষরধাম মন্দির পরিদর্শন করেন।
মুসলিম ওয়ার্ল্ড লিগের প্রধান মোহাম্মদ বিন আব্দুল করিম আল-ইসা পাঁচদিনের ভারত সফর করছেন। সফরের সময় বিশ্বব্যাপী ক্রমবর্ধমান সংঘাত ও যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই।
বৃহস্পতিবার দিল্লির অক্ষরধাম মন্দির পরিদর্শনে গিয়ে সবার মধ্যে শান্তি ও ভালোবাসার আহ্বান জানান মোহাম্মদ বিন আব্দুল করিম আল-ইসা।
আল-ইসা বলেন, ‘সন্ত্রাসী সংগঠনগুলো নিজেদের ছাড়া কারো প্রতিনিধিত্ব করে না। তাদের কোনো ধর্ম বা দেশ নেই। সন্ত্রাসবাদী বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য সৌদিতে শক্তিশালী প্ল্যাটফর্ম রয়েছে।’
২০১৬ সালে মুসলিম ওয়ার্ল্ড লিগের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের আগে আল-ইসা সৌদির বিচার মন্ত্রী ছিলেন।