• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

রামপুরায় গ্রিড উপকেন্দ্রে ট্রান্সফরমার স্থাপনের কাজ স্থগিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

সংবাদ সংযোগ

রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের ট্রান্সফরমার স্থাপনের কাজ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। যা আগামীকাল ১৬ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল।

আজ শনিবার (১৫ জুলাই) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। ইতোপূর্বে জারিকৃত শিডিউল অনুযায়ী যা আগামীকাল ১৬ জুলাই তারিখ থেকে শুরু করার কথা ছিল। উক্ত কাজ ১৬ জুলাই থেকে শুরু করা সম্ভব হচ্ছে না।

ট্রান্সফরমার স্থাপনের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে আজ সকালে জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের স্বার্থে ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত আগামী সাত দিন আংশিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার কথা জানিয়েছিল পিজিসিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ