বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। আজ শনিবার দুপুরের দিকে বরিশাল ক্যাডেট কলেজসংলগ্ন ইউনিক পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন এমদাদুল ও নাদিম। তাঁরা ট্রলির যাত্রী ছিলেন। আহতরাও সবাই ট্রলির যাত্রী।
থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, গুন গুন পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
লোকমান আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট লেগে যায়। রেকার এনে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি স্থানান্তর করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।