ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে রুশ বাহিনী পাঁচ হাজারেরও বেশি ইউক্রেনীয় মানববিহীন বিমান (ইউএভি) ধ্বংস করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট-জেনারেল ইগর কোনাশেনকভ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
‘সব মিলিয়ে, বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে নিম্নলিখিত অস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে: ৪৫৫টি বিমান, ২৪২টি হেলিকপ্টার, ৫,০০৯টি ইউএভি, ৪২৬টি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, ১০,৭০০টি ট্যাঙ্ক ও অন্যান্য সাঁজোয়া যুদ্ধের যান, ১,১৩৮টি মাল্টিপল রকেট লঞ্চার, ৫,৪৫৩টি ফিল্ড আর্টিলারি বন্দুক ও মর্টার এবং ১১,৬৬৪টি বিশেষ সামরিক মোটর যান,’ মুখপাত্র বলেছেন।
রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী গত দিনে হিমারস এবং উরাগন মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের নয়টি রকেট প্রতিহত এবং ১৪টি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান ধ্বংস করেছে, জেনারেল রিপোর্ট করেছে। সূত্র: তাস।