• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:

বাসের জানালা দিয়া হাত বাইর করলে কেডা জানি আমারে টাইনা বের করছে’

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে যাওয়ায় ভান্ডারিয়া পৌরশহরের দক্ষিণ ভান্ডরিয়া মহল্লার ঔষধ ব্যবসায়ী তারেক হোসেন বেপারী (৪০) ঘটনাস্থলে নিহত হয়েছেন। তবে এসময় তার সঙ্গে থাকা সাত বছরের শিশু পুত্র বেঁচে যায়। স্থানীয়রা শিশুটিকে বাসের জানালা থেকে বাইরে বের করে বাড়িতে পৌঁছে দেন।

শনিবার (২২ জুলাই) নিহত বাবা তারেক শিশুটিকে নিয়ে চিকিৎসার জন্য বাসযোগে বরিশাল যাচ্ছিলেন। বেঁচে যাওয়া শিশু মাহাদী ভান্ডারিয়া শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়া করছে।

ঘটনার দিন দুপুরে শিশু মাহাদীর বাড়িতে গিয়ে দেখা যায়, আহত মাহাদী শুয়ে আছে মা কেয়া বেগমের পাশে। বাবা হারানোর কষ্ট আর দুর্ঘটনার পর আহত মাহাদী অনেকটাই বাকরুদ্ধ।

মাহাদী বলে, হঠাৎ বাসটি ছিটকাইয়া রাস্তার পাশে পুকুরে পড়ে ডুবে যায়। এরপর আব্বারে আর পাই না। আমি বাসের জানালা দিয়া হাত বাইর করলে কেডা জানি আমারে টাইনা বের করছে।

এছাড়া ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন এলাকার নিহত ৮ পরিবারের প্রত্যেকের স্বজন হারানোর চিৎকারে শোকের মাতম চলছে।

প্রসঙ্গত, দুদিন আগে মাহাদী পরে গিয়ে তার হাত ভেঙে যায়। শিশুটি চিকিৎসার জন্য শনিবার বাবা তারেক তাকে নিয়ে ভান্ডরিয়া বাস স্ট্যান্ড থেকে বরিশালগামী বাসে ওঠেন। পথে যাত্রাহীবাসটি দুর্ঘটনার কবলে পড়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে তারেক বেপারী নিহত হন। তিনি ভান্ডারিয়া শহরের একজন ঔষধ ব্যবসায়ী ছিলেন। ঝালকাঠির ঝালকাঠি সদরের ছত্রকান্দায় শনিবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ