• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:

জয়পুরহাটে কবিরাজ হত্যায় একজনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

জয়পুরহাটের ক্ষেতলালে পূর্বশত্রুতার জেরে খাজামুদ্দিন (৮৩) নামে এক কবিরাজকে হত্যার দায়ে সাদ্দাম হোসেন (৩২) নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৩ জুলাই) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ নুর হোসেন এ রায় দেন। সাদ্দাম হোসেন জেলার ক্ষেতলাল উপজেলার মালিপাড়া গ্রামের বাসিন্দা মৃত জসিম উদ্দিনের ছেলে।

জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১১ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া ফকিরপাড়া গ্রামে খাজামুদ্দিন তার স্ত্রী শাহিদা বেগম রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত ৯টার দিকে সাদ্দাম হোসেন জোর করে বাড়িতে প্রবেশের চেষ্টা করে। এসময় বাড়ির কাজের লোক তাকে বাড়িতে ঢুকতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে খাজামুদ্দিনের ঘরে প্রবেশ করেন। এক পর্যায়ে খাজামুদ্দিনের স্ত্রী শাহিদা বেগমকে ছুরিকাঘাত করে খাজামুদ্দিনকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। ওই ঘটনায় নিহতের ছেলে আলম হোসেন পরদিন ক্ষেতলাল থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (তৎকালীন) আলমগীর হোসেন ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি সাদ্দাম হোসেনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতে এ রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মন্ডল। আর আসামিপক্ষে আইনজীবী ছিলেন মোস্তাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ