• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:

সিংগাইরে ছদ্মবেশে গৃহস্থের বাড়িতে চুরি, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

অভিনব পন্থায় দিনমজুরের ছদ্মবেশে গৃহস্তের বাড়িতে চুরি করার সময় চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।

রোববার (২৩ জুলাই) দুপুরে পেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম।

এর আগে শনিবার (২২ জুলাই ) রাত দেড়টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামে মো. আব্দুর রাজ্জাকের বাড়িতে চুরি করার প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে- মিলন (৩৮) গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমার বাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. বাচ্চা মিয়া ওরফে বাদশার ছেলে। অপরজন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চাঁদপুর গ্রামের মৃত মো. সিরাজ উদ্দিনের ছেলে মো. শামীম হোসেন ওরেফে শাহীন (৩৫)।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাড়ির মালিক আব্দুর রাজ্জাক শুক্রবার (২১ জুলাই) মানিকগঞ্জ বাসস্ট‍্যান্ড থেকে দিনমজুরের ছদ্মবেশে থাকা ওই দুই ব‍্যক্তিকে দৈনিক হাজিরা চুক্তিতে কাজের জন্য বাড়িতে নিয়ে আসেন। রাতে তাদের থাকতে দেয়ার ঘর থেকে কিছু একটার শব্দ পেয়ে আব্দুর রাজ্জাক ওঠে দেখেন তারা ঘরের মূল‍্যবান মালামাল নিয়ে যাওয়ার উদ্দেশ্য প্রস্তুতি নিচ্ছে। এ সময় তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন আসলে তাদের সহায়তায় ওই দুই চোরকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চোর চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, চুরির উদ্দেশ্যই মালামালগুলো একত্রিত করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। এ বিষয়ে সিংগাইর থানায় নিয়িমত মামলা রুজু করা হয়েছে। আসামীদের আজ (রোববার) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ