যা গরম পড়েছে প্রশান্তিতে চাই এক গ্লাস লেমন শরবত। খুব সহজে তৈরি করে উপভোগ করুন।
মিন্ট-লেমন পানীয় তৈরিতে লাগবে-
পুদিনা পাতা (মিন্ট)- আধা কাপ
লেবু- একটি
লেবুর পাতা- তিন টি
শসা- একটি
আদা- এক ইঞ্চি
চিনি- আধাকাপ
মধু- দুই টেবিল চামচ, পানি ও বরফ কুচি।
যেভাবে করবেন-
প্রথমে লেবু খোসাসহ কেটে ছোট ছোট টুকরো করে নিন। আদা, শসা, লেবু পাতাও টুকরো করে নিন। এবার সব উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করুন। বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।