• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

মধ্যরাতে মাকে দেখেই হাতিরঝিলে কিশোরীর লাফ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

রাজধানীতে মায়ের সঙ্গে অভিমান করে হাতিরঝিলে লাফ দিলে এক কিশোরী আত্মহত্যা করেছে। তাকে বাঁচানোর জন্য হাওয়াই মিঠাই বিক্রেতা ব্রিক্রেতা পানিতে লাফ দেন কিন্তু তাকে বাঁচাতে পারেনি। এদিকে পুলিশ লাশ উদ্ধার করেছেন।

রাজধানীর হাতিরঝিলে রিয়া নামের এক কিশোরী লাফ দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাকে দেখেই সে ঝিলে লাফ দেয়। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্যরা।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার সন্ধ্যায় রিয়া তার এক বান্ধবীর সঙ্গে বাসা থেকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি। তারা দুজনই এসএসসি পরীক্ষার্থী।

রিয়া ভাটারা থানার নুরের চালা এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তার বাবা স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করে।

ওসি বলেন, ‘গতকাল শনিবার রিয়ার মা সর্বশেষ তাকে বনানীর কড়াইল বস্তি এলাকায় দেখে। কিন্তু সে মাকে দেখেই পালিয়ে যায়। পরে শনিবার রাতে রিয়ার মা থানায় এসে বিস্তারিত জানালে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় দেখতে পাই তার অবস্থান বনানী এলাকায়। রিয়ার সঙ্গে থাকা বান্ধবীর বাসা শাহজাদপুরে। তাকে বাসা থেকে থানায় আনা হয়।’

‘বান্ধবীকে থানায় আনার বিষয়টি জানতে পারে রিয়া। পরে সে হাতিরঝিল এলাকায় হাওয়াই মিঠাই বিক্রি করা এক হকারের মোবাইল থেকে মাকে ফোন করে। এ সময় সে বান্ধবীকে আটক করায় ক্ষোভ প্রকাশ করে’, জানান মো. আসাদুজ্জামান।

এরপর হাতিরঝিলে রিয়ার মা তাকে আনতে যায় জানিয়ে পুলিশের এই কর্মকর্ত বলেন, ‘মাকে দেখেই পানিতে লাফ দেয় রিয়া। এ সময় রিয়াকে বাঁচাতে হাওয়াই মিঠাই বিক্রেতাও লাফ দেন। কিন্তু মেয়েটিকে তিনি বাঁচাতে পারেননি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল রিয়ার মরদেহ উদ্ধার করে।’

ওসি বলেন, মরদেহ হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রিয়ার বান্ধবী ভাটারা থানায় আছে জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, মেয়েটির বয়স কম। তার পরিবারকে থানায় ডাকা হয়েছে।

এদিকে লাশ উদ্ধারের পর হাওয়াই মিঠাই বিক্রেতাসহ দুজনকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ