• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:

রংপুর জেলা ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

রংপুরে ছাত্রলীগের বিভাগীয় সমাবেশে বিশৃঙ্খলা ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে রংপুর জেলা ছাত্রলীগের কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একইসঙ্গে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নয়জন স্থায়ীভাবে বহিষ্কার করেছে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটি।

রোববার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের ৯ কর্মীকে স্থায়ী বহিষ্কার ও রংপুর জেলা ছাত্রলীগ কমিটির স্থগিতাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়।

স্থায়ীভাবে বহিষ্কার হওয়া ছাত্রলীগের কর্মীরা হলেন, রংপুর টেক্সটাইল কলেজের সিয়াম আলম, লালমনিরহাটের উত্তর বাংলা কলেজের জিহাদ রহমান জিসান, রংপুর সরকারি কলেজের মোনাজাত, আল আমিন হোসাইন, রাজন হোসাইন, কারমাইকেল কলেজের শাহাদত হোসনে রিমন, ইমন ইসলাম, মাসুদ রানা সাফিন এবং আল আমিন হোসেন।

রংপুর জেলা ছাত্রলীগ কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ। তিনি জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ রংপুর জেলা কমিটি স্থগিত করে। পরবর্তীতে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে কর্মকাণ্ড অনুযায়ী প্রকৃত দোষীদের চিহ্নিত করে স্থায়ী বহিষ্কার করা হয়।

গত ৪ জুলাই রংপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ