মুন্সীগঞ্জে স্ত্রী শাহনাজ পারভীনকে হত্যার দায়ে স্বামী মমিনুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহারাত আখতার ভূইয়ার আদালত এই রায় দেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্র পক্ষের কৌশলী অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী জানান, ২০১৯ সালের ২৫ এপ্রিল সিরাজদিখানে পারিবারিক কলহের জেরে স্ত্রী শাহনাজ পারভীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামি মমিনুল। এ ঘটনার তিনদিন পর ২৮ এপ্রিল নিহতের ভাই সুলতান বেপারি বাদী হয়ে সিরাজদিখান থানায় মমিনুলকে প্রধান ও অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।
ওই হত্যা মামলার সার্বিক বিচারকার্য শেষে আজ দুপুরে আদালত এই রায় দেন। তার নিজের ছেলে মেয়েসহ মোট ১৬ জন মামলায় স্বাক্ষী দেন। বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন।