বিএনপির মহাসমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর মিছিলসহ অংশগ্রহণ করেছেন দলটির বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। বহিষ্কৃত হলেও তিনি থেমে নেই দলীয় কর্মসূচিতে।
শুক্রবার (২৮ জুলাই) জুমার নামাজের পর ঢাকায় বিএনপির মহাসমাবেশে মিছিলসহ যোগ দেন তিনি।
তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জে বিএনপির বিগত সময়ে সকল হরতাল অবরোধে রাজপথে সক্রিয় থেকেছেন। রাজপথে থেকে হামলা-মামলা ও পুলিশ নির্যাতনের শিকারও হতে হয়েছে তার এবং তার অনুসারীদের। এখন দলের কোনো দায়িত্বে না থেকে এবং বহিষ্কৃত হয়েও বার বার দলের বিভিন্ন কর্মসূচিতে বিশাল মিছিলসহ যোগ দিচ্ছেন তিনি। শুক্রবারও এর ব্যতিক্রম হয়নি।
তৈমূর জানান, ‘আমি দল করি বিএনপিকে ভালোবেসে, জিয়া পরিবারকে ভালোবেসে। বিএনপির ডাকে যেকোনো কর্মসূচিতে আমার অংশগ্রহণ থাকবেই। দলের প্রয়োজনে, গণতন্ত্রের স্বার্থে ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে যদি গুলিও খেতে হয়, তাহলে প্রথম গুলি আমি খেয়ে হলেও
রাজপথে থাকব।