প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার রংপুর জেলা স্কুল মাঠের বিভাগীয় জনসভায় যাতায়াতের জন্য আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। সংশ্লিষ্ট জেলার আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এই ট্রেনের যাত্রীদের ভাড়া পরিশোধ করবেন বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, রংপুর বিভাগের আট জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মহাসমাবেশে যোগদানের জন্য অনুরোধের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ভাড়া দেয়া সাপেক্ষে ট্রেনগুলো ব্যবহার করবেন। ট্রেনগুলো সকাল সোয়া ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুরে পৌঁছাবে। ট্রেনগুলো হলো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বুড়িমারী, লালমনিরহাট, উলিপুর, কুড়িগ্রাম ও বোনারপাড়া স্পেশাল ট্রেন।
রংপুর রেল স্টেশনের সুপার শংকর গাঙ্গুলী জানান, আটটি বিশেষ ট্রেনে যাতায়াতের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। স্টেশনের চারটি লাইনের বাইরে অতিরিক্ত ট্রেনগুলো মীরবাগ ও শ্যামপুর স্টেশনে রাখা হবে।
দিনাজপুর রেল স্টেশনের সুপার এবিএম জিয়াউর রহমান জানান, প্রধানমন্ত্রীর রংপুর সফর উপলক্ষে দিনাজপুর থেকে একটিসহ ঠাকুরগাঁও ও পঞ্চগড় থেকে একটি করে বিশেষ ট্রেন দিনাজপুরের ওপর দিয়ে রংপুরে যাবে। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে