রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে বদরগঞ্জ থেকে হুইল চেয়ারে ছুটে এসেছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাস্টার (৯৬)। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশকে সফল করার জন্য আমি এসেছি। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার কোনো কষ্ট নাই। সবার উদ্দেশ্যে বলবো আসুন, স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও শেখ হাসিনার সরকার দরকার।
দীর্ঘ সাড়ে ৪ বছর পর প্রধানমন্ত্রীর রংপুরের জনসমাবেশকে কেন্দ্র করে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলাবাহিনীকে। যারা মাঠে প্রবেশ করছেন, তাদের প্রত্যেককে পুলিশ তল্লাশি করছেন। কড়া নজরদারিতে এসএসএফ। এছাড়া মঞ্চের পেছনে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলাবাহিনীর বাড়তি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া পুরো নগরী জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
বুধবার (২ আগস্ট)বিকেল ৩টা ৫ মিনিটে জনসভায় উপস্থিত প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে। পরে সেখানে জনসভায় বক্তব্য দেবেন। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী প্রমুখ বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এসময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেছেন। সাড়ে ৪ বছরের বেশি সময় পর শেখ হাসিনা রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় এসেছিলেন তিনি।