বরগুনার পাথরঘাটা উপজেলায় উপকূলে ডুবে যাওয়া ট্রলারের ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
মঙ্গলবার (১ আগস্ট) রাত ৮টায় তাদের উদ্ধার করা হয়। এর আগে বিকেল ৪টার সময় পাথরঘাটা উপজেলা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ শিকার করে ফিরে আসার পথে ১৭ জেলেসহ এফবি দিদার নামের মাছ ধরা ট্রলারটি সাগরে ডুবচরে আটকে যায় এবং সেটির তলা ফেটে যায়।
জানা গেছে, উদ্ধার হওয়া জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলী এলাকায়।
কোস্টগার্ডের দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা কেএম সাফিউল কিঞ্জল প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এফবি দিদার নামে একটি ট্রলার ১৭ জেলেসহ চরে আটকা পড়ে। বিষয়টি জানার পর কোস্টগার্ড সদস্যরা রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে জেলেদেরকে উদ্ধার করে নিয়ে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শুকনো খাবার দেয়া হয়েছে। পরে ট্রলার মালিকের কাছে উদ্ধার হওয়া জেলেদের হস্তান্তর করা হয়েছে।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গালাম মোস্তফা চৌধুরী জানান, জেলেদের উদ্ধার করা গেলেও ট্রলারটি ডুবে গেছে। সেটির সন্ধান পাওয়া যায়নি।