দিনাজপুর জেলা কারাগারের সাঈদ আলী (৫৯) নামে এক কয়েদির জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন।
বুধবার (২ আগস্ট) ভোরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতাল থেকে জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সেখানে ভোর সাড়ে ৫টায় মারা যান তিনি।
সাঈদ আলী দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গড়পিংলাই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। গত বছরের ২৩ মে থেকে সাজা ভোগ করছিলেন তিনি।
জানা গেছে, জমিসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ক্রোধের বশবতি হয়ে গত ২০০৯ সালের ২০ আগস্ট রাতে হুমাযুন কবীর নামে একজন মুদি দোকানিকে অপহরণ করে হত্যা করেন তিনি।
জেলা কারাগারের জেলার এ কে মাসুম জানান, যাবজ্জীবন সাজাভোগী কয়েদি সাঈদ আলী কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় কারা হাসপাতাল থেকে ভোর ৫টায় জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সেখানে ভোর সাড়ে ৫টায় মারা গেছে সে।
তিনি আরও বলেন, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।