• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিলো সীমান্তে সর্বাধুনিক প্রযুক্তিতে প্রতিদিন ২৫ লাখ ডিম উৎপাদনের লক্ষ্য প্রাণের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে খালেদা জিয়ার। পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে বন্ধ রাখা হয় ইত্যাদির শুটিং বঙ্গোপসাগরে দুইদিনে ধরাপরলো ১৯৫ মণ ইলিশ‌‌ যারা মাইনাস-টুর কথা বলে এটা তাদের মনগড়া: খসরু গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ পড়ে আছে ঢামেকের মর্গে গা‌ড়ির সি‌লিন্ডা‌র বি‌ষ্ফোর‌ণের আগু‌নে চারজ‌নের মৃত‌্যু নাসরিন আক্তার পরিচয় দেওয়ায় নিপুণ আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ তামিম প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে তেড়ে যাওয়ায় শাস্তি পাচ্ছেন

‘চুপ করো, সে দুই বাচ্চার মা’, কাকে বললেন শাহরুখ?

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

মাঝেমধ্যে টুইটারে প্রশ্নোত্তর সেশনের আয়োজন করেন বলিউড বাদশা শাহরুখ খান। যেখানে তার ভক্তদের নানা প্রশ্নের জবাব দেন।

নিজের সিনেমা নিয়েও কথা বলেন।
আর সুযোগ পেয়ে কিং খানকে অদ্ভুত সব প্রশ্ন করেন ভক্তদের কেউ কেউ। আর দুর্দান্ত সব জবাব দিয়ে সেসব ভক্তদের চমকে দেন শাহরুখ।

সম্প্রতি ‘আস্কএসআরকে’ সেশনে এমন ঘটনাই ঘটল। একজন ভক্ত তাকে প্রশ্ন করেন, ‘মেয়েদের পটান কীভাবে?

প্রশ্নটা ভালোভাবে নেননি শাহরুখ। জবাবে এই বলিউড সুপারস্টার বলেন, পটানো শব্দটা বলবেন না।

আরেকজনের প্রশ্ন ছিল, ‘আপনার বাড়িতে প্রতি মাসে কী বিদ্যুতের বিল আসে। ’

এর জবাবটা রসবোধ মিশিয়ে দেন শাহরুখ। বলেন, ‘আমার বাড়িজুড়ে ভালোবাসার আলো ছড়িয়ে আছে। আর তা থেকে সারা বাড়ি ঝলমলিয়ে ওঠে। তাই বিল আসে না। ’

এরই মধ্যে প্রশ্ন ওঠে শাহরুখের মুক্তির অপেক্ষায় থাকা ‘জওয়ান’ সিনেমা নিয়ে।

একজন প্রশ্ন করেন, সিনেমার অভিনেত্রী নয়নতারাকে নিয়ে। তিনি মজার ছলে বলেন, ‘নায়িকা নয়নতারার প্রেমে মজেছেন কি না’

সেখানেও রসালো জবাব দেন শাহরুখ, ‘চুপ করো, সে দুই বাচ্চার মা, হা হা হা। ’

এ সময় শাহরুখের বয়স টেনে অনেক এক ভক্ত। বলেন, ‘স্যার, জওয়ান হওয়ার জন্য এক বিশেষ বয়স থাকা প্রয়োজন, কিন্তু আপনার বয়স তো অনেক বেশি। ’

এখানের গুগলিতে ওই ভক্তকে বোল্ড করতে দ্বিধায় পড়েননি এসআরকে। তিনি বলেন, ‘(বয়স) মনে করিয়ে দিয়ে ভালো করেছ। তবে একটা কথা মনে রেখো। নির্বোধ হওয়ারও কোনো বয়স থাকে না, হা হা হা। ’

এবার প্রসঙ্গ আসে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জেলার’-এর। দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত অভিনীত সিনেমাটি মুক্তির দিনই দারুণ সাড়া ফেলেছে।

এক ভক্ত শাহরুখকে প্রশ্ন করেন, ‘‘জেলার’ দেখতে যাবেন? জবাবে বলিউডের বেতাজ বাদশা বলেন, ‘নিশ্চয়ই, আমি রজনী স্যারকে ভালোবাসি। রজনীকান্ত স্যার ‘জওয়ান’ সিনেমার সেটে এসেছিলেন। আর তিনি আমাদের আশীর্বাদ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ