• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

পিন্টু-টুকুর মায়ের জানাজায় ফখরুলসহ বিএনপি নেতারা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম পিন্টু এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মা মোসা. সালমা খাতুনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ আগস্ট) সকাল সাড়ে দশটায় গুলশান আজাদ মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়। গুলশান আজাদ মসজিদের খতিব জানাজা পড়ান।

জানাজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সহসাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, ওবায়দুর রহমান চন্দন, নির্বাহী কমিটির সদস্য আশরাফ উদ্দিন নিজাম, আব্দুস সাত্তার পাটোয়ারী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপি নেতা রুহুল আমিন আকিল, ডা. মুফক্কর ইসলাম রানা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক, দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি ম হামিদুল হক মানিকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাজার পূর্বে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তার মায়ের রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

সুলতান সালাউদ্দিন টুকুর বড় ভাই আব্দুস সালাম পিন্টু বিএনপি সরকারের উপমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

রোববার বাদ জোহর জানাজা শেষে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গুলিপেচা গ্রামে নিজ বাড়িতে তাকে দাফন করা হবে।

গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সালমা খাতুন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ