• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সংশোধন করা হবে সাইবার নিরাপত্তা আইনসহ সকল কালো আইন সৌদিতে দোয়া মাহফিল থেকে আটক বাঁশখালীর ৪ জনের মুক্তি মেলেনি ভারত, মণিপুরে আধা-সামরিক বাহিনী মোতায়েন করেছে পুনর্বাসন করা হবে গণ-অভ্যুত্থানে সব শহীদের পরিবারকে : প্রধান উপদেষ্টা আমরা একসঙ্গে দেশ সংস্কার করবো : ড. ইউনূস কাঠমিস্ত্রী কে দিয়েছে বিদ্যুৎ উৎপাদনের কাজ বিনিময়ে করেছে হাজার কোটি টাকা লোপাট লোডশেডিং হওয়ার কারন যা জানালেন,বিদ্যুৎ উপদেষ্টা, দুই শিক্ষক বহিষ্কার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেনা সদস্যর স্ত্রী হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার ইরানের সাথে উত্তেজনা বাড়িয়ে মধ্যপ্রাচ্যে পারমাণবিক সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের

মক্কায় শুরু হলো ২ দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামি কনফারেন্স

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

সউদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মক্কা মুকাররমায় দুইদিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামি কনফারেন্স শুরু হয়েছে। আজ রোববার (১৩ আগস্ট) থেকে শুরু হয়ে দুইদিন ব্যাপী চলবে এই কনফারেন্স। কনফারেন্সে বিশ্বের ৮৫ দেশ থেকে ১৫০ জন আলেমে দ্বীন, মুফতি ও ইসলামি গবেষক অংশগ্রহণ করছেন। – আল আরাবিয়া, আখবার ২৪ ডট কম

কনফারেন্সে অংশ নিতে শনিবার থেকেই বিভিন্ন দেশের আলেমরা আসতে শুরু করেছেন। আখবার ২৪ ডট কমের খবরে বলা হয়েছে, সম্মেলনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দেশের ইসলামি মন্ত্রণালয়, ইসলামি গবেষণা প্রতিষ্ঠান ও দারুল ইফতার সঙ্গে সংশ্লিষ্ট।

সউদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ উদ্বোধনী ভাষণ দেন, এরপর সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের প্রধানরা বক্তৃতা দেবেন।

দুই দিনব্যাপী সম্মেলনে সাতটি অধিবেশন থাকবে, যেখানে অংশগ্রহণকারীরা সন্ত্রাস ও চরমপন্থা ছাড়াও সহনশীলতা ও পারস্পরিক সহনশীলতার বিষয়ে আলোচনা করবেন।
সম্মেলনের আরেকটি উদ্দেশ্য হল বিভিন্ন দেশের আলেম ও মুফতিদের পাশাপাশি ইসলামি চিন্তাবিদ ও গবেষকদের মধ্যে সংযোগ স্থাপন করা।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, এর আগে সউদি আরবের গ্রান্ড মুফতি ও সিনিয়র স্কলার কাউন্সিলের চেয়ারম্যান শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বলেন, এই কনফারেন্স বিশ্বজুড়ে মুসলমানদের ইসলাম প্রচারে আগ্রহ তৈরির প্রতি ইতিবাচক বার্তা দেবে এবং মানুষের মধ্যে ঘৃণার অনুভূতি কমাতে ও শান্তির বার্তা পৌঁছাতে সহায়তা করবে। একই সঙ্গে এটি ইসলামি ঐক্য জোরদার, চরমপন্থা দমন, অবক্ষয় এবং বিপথগামী ধারণা প্রত্যাখ্যান এবং আলেম ও মুফতিদের মধ্যে দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা বিনিময়ে অবদান রাখবে।

এদিকে এই সম্মেলনে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন দেশের কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ অথরিটি আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান। শনিবার (১২ আগস্ট) তিনি সউদি আরবে গিয়ে পৌঁছান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ