কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি নিয়ে চারদিকে এখন মাতামাতি। তারকাদের এআই রূপ কেমন হবে, তারও দেখা মিলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে।
এই প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় তারকা শাবানা, কবরী, ববিতাসহ বেশ কয়েকজন চিত্রনায়িকার তৈরি করা ছবি কিছুদিন ঘুরছে ফেসবুকে। সেগুলো আবার অনেক নায়িকা শেয়ার করে জানিয়েছেন ভালো লাগার কথা।
এবার এআই রূপের আদলে একটি ছবি পোস্ট করলেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। সেখানে মন্তব্যের ঘর ভেসে যাচ্ছে প্রশংসায়। এরমধ্যে কেউ লিখেছেন, গর্জিয়াস! আবার কেউ লিখেছেন, এডোরেবল।
আরেকজন লিখেন, ‘এই কৃত্রিম মৌসুমী কে আমি চিনি না। আমি আমার রিয়েল মৌসুমীর প্রেমে মত্ত।’
নতুন এই প্রযুক্তির ব্যবহারে ছবিতে রীতিমত তাক লাগানো রূপে দেখা গেছে সাড়া জাগানো নায়িকাদের। অনেকে তো রীতিমত ভিড়মি খাওয়ার জোগাড়।