• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:

জেলের জালে ধরা সাড়ে ২০ কেজির কাতল, সাড়ে ২৭ হাজারে বিক্রি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে গোবিন্দ হালদারে জালে ধরা পড়েছে সাড়ে ২০ কেজি ওজনের এক কাতল মাছ।

সোমবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের দুলালের আড়ত থেকে উন্মুক্ত নিলামে ২৭ হাজার ৬৭৫ টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

এর আগে ভোরে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের কাছে পদ্মা নদীতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জেলে গোবিন্দ হালদার জালে এই বিশাল আকৃতির মাছটি ধরা পরে। পড়ে মাছটি বিক্রি করতে দৌলতদিয়ার দুলালের আড়তে নিয়ে আসলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকাল ১০টার দিকে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে এক হাজার ৩৫০ টাকা কেজি দরে ২৭ হাজার ৬৭৫ টাকায় কাতল মাছটি কিনেছি। পড়ে মাছটি সামান্য লাভে বিক্রির জন্য দেশের বিভিন্নস্থানে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে পাঠিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ