• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

সাঈদীর মৃত্যু

হাসপাতালে জমায়েত ছত্রভঙ্গের চেষ্টায় পুলিশের রাবার বুলেট-কাঁদানেগ্যাস

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নিতে বাধাদানকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে পুলিশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রাঙ্গণে সাঈদীর মরদেহ বহনকারী গাড়ি ঘিরে থাকা লোকজনকে ছত্রভঙ্গ করতে চেষ্টা করে পুলিশ।

এদিকে হাসপাতালের আজিজ সুপার মার্কেট সংলগ্ন গেটে জামায়াত-শিবির সমর্থকদের পোস্টার ব্যানার ইত্যাদি জড়ো করে আগুন দিতে দেখা যায়। পরে পুলিশ সেখানে এলে তারা সরে যান।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে নিয়ে গাড়িটি হাসপাতালের ডি ব্লক থেকে রওনা করে। একটু এগোতেই জামায়াত-শিবিররের নেতাকর্মীসহ তার সমর্থকেরা মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স আটকে ধরেন। রাত পৌনে ৫টা পর্যন্ত তারা গাড়িটি আটকে রেখেছেন। এক পর্যায়ে মরদেহ বহনকারী গাড়ির তিনটি চাকার হাওয়া ছেড়ে দেন সমর্থকেরা।

আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বিএসএমএমইউতে মারা যান।

দেলাওয়ার হোসাইন সাঈদী দীর্ঘদিন ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন দেলাওয়ার হোসাইন সাঈদী। একই বছর ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি তাকে আমৃত্যু কারাদণ্ড দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ