রংপুরের কাউনিয়া উপজেলার তকিপল হাটের কাছে শুক্রবার সন্ধ্যায় অরক্ষিত রেলগেটে লোকাল ট্রেনের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে চালকের মৃত্যু হয়। এতে বিক্ষুব্ধ লোকজন রংপুর এক্সপ্রেস ট্রেন প্রায় আধা ঘণ্টা আটক করে রাখে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার পৌনে ৭টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তকিপল হাটের কাছে অরক্ষিত রেলগেট দিয়ে অটোরিকশা নিয়ে যাওয়ার সময় পার্বতীপুর থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী লোকাল ট্রেন ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রেনের নিচে পড়ে অটোরিকশা চালক মাহবুবুর রহমানের (৪৭) এর বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে অটোরিকশা চালক মাহবুবুর রহমান মারা যান।
মাহবুবুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভগিনীপতি বাদশা মিয়া।
মাহবুবুর রহমান উপজেলার বালাপাড়া ইউনিয়নের বেটুবাড়ী এলাকার মৃত্যু আব্দুল করিমের পুত্র।
এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন রেল লাইনে রসি টানিয়ে লাল পতাকা দেখিয়ে রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি আধা ঘণ্টা দাঁড় করিয়ে রেখে সার্বক্ষনিক গেটম্যান রাখার দাবি জানিয়ে বিক্ষোভ করে। এ কারণে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া জংশন স্টেশন থেকে ৩৫ মিনিট বিলম্বে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়।
কাউনিয়া স্টেশন মাস্টার হোসনে মোবারক বলেন, তকিপল হাটের কাছে রেল গেটে একজন গেটম্যান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব পালন করে চলে যায়। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পথচারীরা নিজ দায়িত্বে রেললাইন পারাপার হয়ে থাকে।
তিনি বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এখন থেকে ২৪ ঘন্টা সেখানে গেটম্যান রাখার ব্যবস্থা করা হবে।
কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পরে রেল কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষুব্ধ লোকজন অবরোধ তুলে নিয়ে রেলগেট এলাকা ত্যাগ করে।