আজ নায়করাজ রাজ্জাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের ২১ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকীতে তার পরিবারের পক্ষ থেকে বিশেষ আয়োজন করা হয়েছে। রাজ্জাকের ছোট ছেলে খালিদ হোসেন স¤্রাট জানান, আব্বার মৃত্যুবার্ষিকী’তে আমি ফজরের নামাজ পড়ে কবরের কাছে যাই। আব্বার জন্য দোয়া করি। উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সে আব্বার নিজের হাতে গড়া একটি মসজিদ আছে। আব্বা নিজে ইমাম নিযুক্ত করে গিয়েছিলেন। সেখানে বাদ আছর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। একই সময়ে বাসাতেও মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। দুপুরে আগত মেহমানদের এবং গরীব এতিমদের আম্মা নিজ হাতে খাওয়াবেন। মূলকথা হচ্ছে, আব্বার জন্য দোয়াট করা। আব্বার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আব্বাকে বেহেস্ত নসীব করেন। এদিকে চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান তারকা কথনে রাজ্জাক’কে নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এই প্রজন্মের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী স্মৃতিচারণ করবেন।