• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:০৩ অপরাহ্ন

সৌদি ক্লাবে যাচ্ছেন না ডি পল

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজিমা, সাদিও মানেদের পর সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়রও। ইউরোপ ছেড়ে তারকাদের সৌদি আরবের লিগে যাওয়া এখনো চলমান। আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি অবশ্য বিশাল অঙ্কের প্রস্তাব পেয়েও যাননি। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ রদ্রিগো ডি পলের দিকে হাত বাড়িয়েছিল সৌদি ক্লাব আল আহলি।

তবে ডি পলকে পাচ্ছে না সৌদি ক্লাবটি।
মেসিকে বছরে ৪০ কোটি ইউরো পারিশ্রমিকে দলে ভেড়াতে চেয়েছিল আল হিলাল। এই প্রস্তাবে সাড়া দেননি মেসি, তিনি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। সৌদি ক্লাব আল আহলির টার্গেট ছিল মেসির বডিগার্ড খ্যাত ডি পল।

দলবদলের বাজার নিয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছিলেন, ডি পলকে দলে ভেড়াতে আতলেতিকো মাদ্রিদের ৩২ মিলিয়ন ইউরোর একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছিল আল আহলি। সেই প্রস্তাবে রাজি হয়নি অ্যাতলেতিকো।
ফ্যাব্রিজিও রোমানো মঙ্গলবার আরেকটি পোস্টে জানিয়েছেন, অ্যাতলেতিকোর সঙ্গে আল আহলির চুক্তিটি আলোর মুখ দেখছে না। ডি পল অ্যাতলেতিকোতেই থাকছেন এবং ক্লাবের পক্ষে লড়ে যাবেন।

কোচ দিয়েগো সিমিওনের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ