• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

হাওয়াই দাবানলে এখনও নিখোঁজ ৮৫০, পরিদর্শন করলেন বাইডেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক দাবানলের কবলে পড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে হয়ে গেছে যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের মাউই দ্বীপ।

ভয়াবহ এ দাবানলে এখন পর্যন্ত ১১৪ জন নিহত এবং ৮৫০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক খবরে জানিয়েছে বিবিসি নিউজ।

নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু হতে পারে বলে জানান হাওয়াইয়ের গভর্নর। তবে প্রাথমিক নিখোঁজের তালিকায় থাকা আরো ১২শ’র বেশি মানুষ নিরাপদে ফিরে এসেছেন বলে জানান তিনি।

এদিকে দাবানলের পর প্রথমবারের মত ঘটনাস্থল পরিদর্শনে করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেনকে নিয়ে সোমবার দিনের শেষে তিনি মাউই দ্বীপে যান।

পরিদর্শনকালে রাজ্যের গভর্নরকে ক্ষয়ক্ষতি ঠিক হতে যতদিন লাগে ততদিন সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন বাইডেন। দাবানলে পুরো দেশ শোকাহত জানিয়ে রাজ্য পুনরুদ্ধারে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানান তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে যে হাওয়াইতে এক হাজারের বেশি জরুরি জরুরি কর্মী কাজ করে যাচ্ছে।

এদিকে নিখোঁজদের পরিবারের সদস্যদের শনাক্তে ডিএনএ নমুনা সরবরাহ করছে রাজ্য কর্তৃপক্ষ। ইতিমধ্যে নিহতদের মধ্যে ২৭ জনকে চিহ্নিত করা হয়েছে এবং এ প্রক্রিয়ায় কয়েক মাস বা এমনকি বছরও লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ৮ অগাস্ট শতাব্দীর ভয়াবহতম দাবানলে মাত্র কয়েক ঘণ্টায় পুড়ে ছাই হয়েছে গেছে মাউই দ্বীপের ঐতিহ্যবাহী শহর লাহাইনা। আগুনে পুড়ে মারা যাওয়াদের লাশ খুঁজে পেতে সেখানে তল্লাশি অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ