• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন

চলতি বছর ২ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলিরা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
অধিকৃত পশ্চিমতীরের একটি সিকিউরিটি পোস্টে গাড়ি চেকআপ করছেন ইসরাইলি সৈন্যরা। - ছবি : রয়টার্স

চলতি বছরের এখন পর্যন্ত ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষে দুই শতাধিক ফিলিস্তিনি এবং ৩০ জনের মতো ইসরাইলি নিহত হয়েছেন। যা ২০০৫ সালের পর থেকে নিহতের সর্বোচ্চ সংখ্যা। প্রাণহানির এ সংখ্যা বেশি হচ্ছে অধিকৃত পশ্চিমতীরে।

সোমবার মধ্যপ্রাচ্যে নিযুক্ত জাতিসঙ্ঘের দূত টর উয়েনেসল্যান্ড এ তথ্য জানিয়েছেন।

জাতিসঙ্ঘের মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকরণ বিষয়ক বিশেষ দূত টর নিরাপত্তা পরিষদে জানান, ফিলিস্তিনিদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে ক্রমবর্ধমান হতাশা এবং একটি স্বাধীন রাষ্ট্র অর্জনের দিকে অগ্রগতির অভাবের কারণে ক্রমবর্ধমান সহিংসতা বেড়ে চলেছে।

জেরুসালেম থেকে তিনি নিরাপত্তা পরিষদকে জানান, প্রায় প্রতিদিনই এখানে সংঘাত হচ্ছে এবং প্রাণহানি ঘটছে।

তিনি বলেন, একটি রাজনৈতিক সমাধানের দিকে অগ্রগতির অভাবের কারণে বিপজ্জনক ও অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এতে উভয় পক্ষেই চরমপন্থার সৃষ্টি করছে।

এ সময় তিনি ইসরাইলি অবৈধ বসতি স্থাপন অব্যাহত থাকা, ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস, অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও পুলিশের অধীনে থাকা এলাকাগুলোতে ইসরাইলি বাহিনীর অভিযান এবং ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীদের আক্রমণের বিষয়গুলো তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ