• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

মশার দিকে নজর দিতে গিয়ে’ বক্তব্য ভুলে গেলেন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

ডেঙ্গুজ্বরের এই প্রকোপের সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি অনুষ্ঠানে মশার আতঙ্ক পেয়ে বসেছিল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে। মশার দিকে নজর দিতে গিয়ে বক্তব্য থেকে একটি অংশ ভুলে গেলেন মন্ত্রী। এমনকি ‘মশার আতঙ্কে’ মঞ্চের নির্দিষ্ট স্থানে না গিয়ে নিজ আসনে বসেই বক্তব্য দেন।

মঙ্গলবার আগারগাঁওয়ের এনবিআর ভবনে ভ্যাট আদায়ের ইলেকট্রনিক ফিসক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমের (ইএফডিএমএস) উদ্বোধনী অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আ হ ম মুস্তফা কামাল। মঞ্চে তার পেছনে দাঁড়িয়েছিলেন সাদা পোশাকের কাস্টমসের এক কর্মী। তার হাতে ছিল মশা মারার ব্যাট। অনুষ্ঠান চলার সময় সেটি দিয়ে বেশ কয়েকবার মশাও মারেন তিনি।

এদিকে মঞ্চের নির্দিষ্ট স্থানে বক্তব্য না দিয়ে নিজ আসনে বসেই বক্তব্য শেষ করেন অর্থমন্ত্রী। এরপর এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমও সমাপনী বক্তব্য দিয়ে ফেলেন। এসময় অর্থমন্ত্রী মাইক্রোফোন নিয়ে বলে উঠেন, মশার দিকে নজর রাখতে গিয়ে তিনি একটি কথা বলতে ভুলে গেছেন।

মন্ত্রী বলেন, আমার একটি লাইন বলার কথা ছিল। কিন্তু আমি মশার জন্য ওদিকে দৃষ্টি দিতে গিয়ে সেটা ভুলে গেছি। আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর তিনি সাধারণ মানুষের কাছ থেকে ভ্যাট আদায় করতে গিয়ে যেন কারোর ওপর অতিরিক্ত চাপ না পড়ে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান। রাজস্ব আহরণ কীভাবে করতে হবে তার উদাহরণ দিতে গিয়ে তিনি ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের একটি গল্পের উদাহরণ দিয়ে মুস্তফা কামাল বলেন, ‘রাজহাঁসের পালক এমনভাবে তুলতে হবে, যেন রাজহাঁস কষ্ট না পায়। একজন কর দেবেন, আরেকজন দেবেন না, তা যেন না হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছিল। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সেবছর জাতীয় বাজেট পেশের আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন মুস্তফা কামাল। বাজেট পেশের দিন বেশ অসুস্থ ছিলেন তিনি। প্রচণ্ড অসুবিধা বোধ করছিলেন। একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রীর হয়ে বাজেটের বাকি অংশ উপস্থাপন করেন।

চলতি বছরও ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৩৫৯ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯৩ জনের।

ইএফডিএমএস উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, গত ১৫ বছরে বর্তমান সরকার ২ কোটি ৩৫ লাখ নতুন কর্মসংস্থানের সৃষ্টি করেছে। রাজস্ব আদায় বেড়েছে ছয় গুণ। ইএফডিএমএস রাজস্ব আদায়কে গতিশীল করবে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম অনুষ্ঠানে বলেন, ‘আমাদের মান–সম্মানের সঙ্গে ভ্যাট দিতে দেন। ব্যবসায়ীরা কর দিতে চান। কর কর্মকর্তাদের হয়রানি বন্ধ করুন। আমাদের হয়রানি থেকে মুক্তি দিন। ইএফডিএমএস একটি ভালো উদ্যোগ। এর সুফল ব্যবসায়ীরা পেলে ভালো হবে।

ভ্যাট আহরণে স্বচ্ছতা ও গতি বাড়াতে এই ইএফডিএমএস চালু করেছে এনবিআর। বেসরকারি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায় প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসাবে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভ্যাট আদায় করা হবে। ক্রেতারা রসিদ নেবেন এই মেশিনের। রাজস্বের একটি অংশ পাবে জেনেক্স ইনফোসিস।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মইনুল খান, জেনেক্স ইনফোসিসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ জালাল উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ