• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ অপরাহ্ন

এফডিসিতে একচক্কর সপ্তাহজুড়ে প্রাণোচ্ছলে ভরপুর এফডিসি প্রাঙ্গণ

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

বেশ ব্যস্ত এফডিসি। ক’দিন আগে চিত্রনায়ক আলমগীর পরিচালিত দ্বিতীয় ছবি ‘একটি সিনেমার গল্প’র টানা শুটিং চলল। এরপর বাপ্পী ও মাহিয়া মাহি জুটির ‘প্রেমের বাঁধন’ ছবিটির শুটিংও দেখা গেল। পাশাপাশি বিজ্ঞাপন আর ফ্লোরে ফ্লোরে টিভি অনুষ্ঠানের শুটিং তো রয়েছেই। এখন এফডিসিতে ঢুকলেই জুড়িয়ে আসে প্রাণ। মনে হয় চলচ্চিত্রের সুদিন ফিরছে। সব ঝামেলা মিটিয়ে এফডিসি এখন শুটিংয়ে সরব। গত ২৬ তারিখে এফডিসির গেটে ঢুকতেই বোঝা গেল আজও ব্যস্ত রয়েছে চিত্রপাড়া। কিছুদূর এগোতেই প্রমাণও পাওয়া গেল। ৯ নম্বর ফ্লোরের সামনে মানুষের জটলা। সেথায় পরিচিত মুখ নেই একটিও। কিছুক্ষণ দাঁড়ানোর পরই মিলল কয়েকজন পরিচিত মুখ। মিনিট পাঁচেক পরই ভেতর থেকে বের হয়ে এল ঝাকানাকা পোশাক পরা একদল ছেলেমেয়ে। সবার গায়ে নাচের পোশাক। তাদের সঙ্গে বের হয়ে এলেন নির্মাতা উত্তম আকাশ। জানা গেল, তার পরিচালিত ‘আমি নেতা হব’ ছবিটির একটি আইটেম গানের শুটিং হচ্ছে এখানে। গানের শিরোনাম ‘লাল লিপস্টিক’। শাকিব খানেরও অংশ নেয়ার কথা ছিল। কিন্তু তিনি লন্ডন থেকে ‘চালবাজ’ ছবির শুটিং করে সবে ফিরেছেন। তাই অংশ নিতে পারছেন না। তার এখন একটু বিশ্রাম প্রয়োজন। তাই আগামী ৪ অক্টোবর তার অংশের শুটিং করা হবে। মিম তখন মেকাপ নিচ্ছিলেন। জহির রায়হান কালার ল্যাবের সামনে বিশাল সেট করা হয়েছে। প্রথম দেখাতেই অনেকেই মনে করবেন এটা নিশ্চিত বিগ বাজেটের কোনো ছবির সেট। গিয়েই দেখা গেল লাল রঙের টপলেস পরে নাচানাচি করছেন মডেল মুমতাহিনা টয়া। পাশে বসা ফোক গানের শিল্পী কাজী শুভ। জানা গেল, শুভ’র গাওয়া একটি গানেরই শুটিং হচ্ছে। মডেলের সঙ্গে কাজী শুভকেও পারফর্ম করতে দেখা যাবে একটু পরে। কোরিওগ্রাফার আলিফ মাইকে অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে কোমর দোলাতে লাগলেন টয়া। বেশ কয়েকবার চলল টয়ার কোমর দোলানো। এরপর চলে এলেন। বেশ চাপ গেল মডেলের ওপর। পাশে এসে বসতেই চোখে চোখ পড়তেই হল কুশলবিনিময়। দীর্ঘক্ষণ আড্ডা হয় এ মডেলের সঙ্গে। জানান ছবি করবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ