সকল অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার (২৫ আগস্ট) মুক্তি পেতে যাচ্ছে মাসুদ রানা অবলম্বনে নির্মিত সিনেমা ‘এমআর নাইন: ডু অর ডাই’। দেশের বাইরে ১৫১ টি সিনেমাহলে মুক্তি পেতে যাচ্ছে ৮৩ কোটি বাজেটের এ সিনেমা।
এমন তথ্য জানিয়ে চূড়ান্ত থিয়েটার তালিকা প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। তিনি জানান, সিনেমাটি আমেরিকার বিশ্বখ্যাত চেইন এএমসি, সিনেমার্ক ও শোকেইস এর একশো একচল্লিশ থিয়েটারে মুক্তি পাচ্ছে। এছাড়াও কানাডার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট এর চেইনে মুক্তি পাচ্ছে আরও দশটি থিয়েটারে।
পরিবেশক প্রতিষ্ঠান জানান, আগামী ১ নভেম্বর থেকে রিগ্যাল চেইন এর থিয়েটারে, আমেরিকার আরো থিয়েটারে মুক্তি পাবে সিনেমাটি।
দেশের বাইরে ১৫১ হলে ৮৩ কোটির ‘এমআর নাইন’
এছাড়া দেশের স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, লায়ন সিনেমাস এবং ব্লকবাস্টার সিনেমাসে আগামী শুক্রবার থেকে দেখা যাবে বহুল প্রতীক্ষিত এ সিনেমাটি।
কাজী আনোয়ার হোসেন এর মাসুদ রানা সিরিজের ধ্বংসপাহাড় অবলম্বনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘এমআর নাইন: ডু অর ডাই’। ছবিটি পরিচালনা করেছেন আসিফ আকবর। নির্মাতার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। ছবির সংগীত পরিচালনা করেছেন গ্র্যামিজয়ী ভারতীয় সংগীতশিল্পী রিকি কেজ।
ছবিতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। এছাড়াও রয়েছেন হীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা প্রমুখ। তারা ছাড়া আন্তর্জাতিক শিল্পীদের মধ্যে এখানে অভিনয় করেছেন ফ্র্যাঙ্ক গ্রিলো, বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান, হলিউড অভিনেতা নিকো ফস্টার, বলিউড অভিনেতা ওমি বৈদ্য, হলিউড অভিনেতা ওলেগ প্রুডিয়াস ও আমেরিকান মডেল-অভিনেত্রী জ্যাকি সিগেল প্রমুখ।