আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খন্দকার মোশাররফের ছেলে খন্দকার মারুফ হোসেন আজ সকালে সিঙ্গাপুরে তোলা খন্দকার মোশাররফ হোসেনের একটি ছবি ফেসবুকে শেয়ার করেন। ছবির ক্যাপশনে খন্দকার মারুফ লিখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন আগের থেকে অনেক সুস্থ।
ওই পোস্টে তিনি আরও লিখেন, ইনশাআল্লাহ খুব শিগগির তিনি বাংলাদেশে ফিরে আসবেন।
গত ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। স্ত্রী ও ছেলে সিঙ্গাপুরে তার সঙ্গে রয়েছেন।