• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:

খুলনা রুটে ৬ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

যশোরে মালবাহী ট্রেনের পেছনের অংশের একটি ডিজেলভর্তি ওয়াগন উল্টে পাশে খাদে পড়ে যায়। এ ঘটনার পর ভোর সাড়ে ৪টা থেকে খুলনা থেকে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজ শেষে দীর্ঘ ছয় ঘণ্টা পর পুনরায় খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জেলার সদর উপজেলার বসুন্দিয়া বানিয়াগাতি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

যশোর রেলওয়ের ট্রাকিং অফিসার মাহবুব হোসেন জানান, সকাল ১০টার দিকে খুলনা থেকে উদ্ধারকারী ক্রেনটি এসে পৌঁছেছে। উদ্ধার কাজ শেষে সকাল সাড়ে ১০টার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।

যশোর সিঙ্গিয়া রেলওয়ের স্টেশন মাস্টার কেএম রিয়াদ হাছান জানান, তেলবাহী (কেএন-৫ আপ) ট্রেনটি খুলনা থেকে ছেড়ে নাটোর যাচ্ছিল। সিঙ্গিয়া রেলস্টেশনের সামনে বানিয়াগাতি রেলক্রসিংয়ে পৌঁছালে ট্রেনটির পেছনের অংশের একটি ডিজেলভর্তি ওয়াগন উল্টে পাশে খাদে পড়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনা কেউ হতাহত হয়নি, তবে ওয়াগনে থাকা ৩৫ হাজার লিটার ডিজেল ওই খাদে পড়ে যায়। পরে এলাকাবাসী ওই তেল পানি থেকে আলাদা করে তুলে নিয়ে গেছে।

স্থানীয় এক এলাকাবাসী আফজাল হোসেন বলেন, ভোরে নামাজের পরপর রেল দুর্ঘটনার খবর শুনতে পাই। ঘটনাস্থলে এসে দেখি ট্রেন উল্টে ডিজেল খাদে পড়ে গেছে।

মনিরুল ইসলাম নামে এক বাসিন্দা বলেন, ডিজেল তেল পানিতে পড়ে গেছে, আমরা বালতি ড্রামে করে তুলে নিয়ে যাচ্ছি। কেউ বিক্রি করবে আবার কেউ জ্বালানি হিসেবে ব্যবহার করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ