• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

তৃতীয় সন্তান আগমনের খবর জানালেন তাসকিন

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ তৃতীয়বারের মতো বাবা হলেন।

বুধবার মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে কন্যা সন্তান আগমনের সুখবরটি জানান তিনি।

এর আগে তাসকিন-রাবেয়া দম্পতির এক পুত্র ও কন্যা সন্তান ছিল।

ফেসবুকে তাসকিন লেখেন, আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।

গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হন তাসকিন। এবার তৃতীয় সন্তানের বাবা হলেন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। পরের বছরের ৩০ সেপ্টেম্বর প্রথম সন্তানের বাবা হন এই তারকা পেসার। তার প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ